মেঘে ঢাকা নীল আকাশ রংধনু সাজে
আবার তোমাকে মুগ্ধ করবে বলে
বির্সজন দিল কত লক্ষ-কোটি ফোটা জল ।
তারি দু’ফোটা জল জমে ছিল
ভরা পুকুরে শাপলার পাতায় ।
সারাক্ষন টলোমল মৃদু বাতাস বহে
স্রোতধারায় মিলবে বলে কত আকুতি করে
যদি আরেকটু সাড়া পায় ।
প্রস্ফুটিত আলোকে উচ্ছ্বসিত বিকিরন
হয়তো এবার ফুরোবে
কনায় কনায় জমে থাকা আস্ফালন ।
ক্ষুদ্র সে অতি ক্ষুদ্র কতটুকুইবা তার সহে
ক্ষানিক পরেই,
হারিয়ে গেছে রংধনুর আলোতে ।