অক্সিজেনের কি সাধ অথবা গন্ধ আছে
খুজেছি বহুবার ভেঁজা বাতাসে
সারা বেলা ঘুরে এলাম কত পথ
সেইতো গায়ের গন্ধ, ধুলা-বালি
ব্যস্ত পথিকের ফেলে যাওয়া ছাই-পাশ।
উফ কি সব চেনা জানা দুর্গন্ধে ভেজা মাটি।
আজ রাতটা ভীষণ মিষ্টি লাগছে
জেগে আছি তাই
ভাবছি শিশিরে ভেজা বালুকনা
যখন মিশে যাবে মাটিতে।
তখন নির্মল বাতাসে
খুজে নেব অক্সিজেনের সাধ-গন্ধ।
ঘরের সবক'টা জানালা খুলে রেখেছি
মৃদু বাতাসে ভেসে আসছে
ঘুমন্ত শহরের কান্না,
চাপা কষ্টে বেলকনিতে দাঁড়িয়ে থাকা
কোন প্রেমিকের পুড়ে যাওয়া হৃদয়ের গন্ধ।