"সেই তুমি কেন অচেনা হলে"
গানের সুরে যেই ছেলেটি বারে বারে শিশ দিত
সেই ছেলেটি আজ কেমন গানের কথাদের সাথে
নীরবে ফোটা ফোটা চোখের জল ফেলে ।
যেই মেয়েটি কবিতার দু লাইন শুনেই
নাটোরের বনলতা সেন হবে বলে
বারে বারে ছেলেটির মুখে হাসি ফোটাতো
সেই মেয়েটি এখন কবিতা ভালবাসে না।
যেই ছেলেটা একশত আটটি নীল পদ্ম পায় নি বলে
একশত আটটি গোলাপ দিয়ে
মেয়েটাকে ভালবাসার গভীরতা বুঝাতে চেয়েছিল
সেই মেয়েটি এখন ভালবাসা বিলাসী ।
ছেলেটা আর মেয়েটা চাঁদের জোঁছনা বেশ ভালবাসতো
যদিও মেয়েটা এখনো পূর্নিমা রাতে জোঁছনা গায়ে মাখে
ছেলেটার আর কখনো জোঁছনা রাতে জেগে থাকা হয় নি।