একদিন খুব ভোরবেলা আমি পথে হাটবো
শিশির ভেজা পা দুটো আমার,
শীতল মাটির স্পর্শে ভালোবাসা পাবে।
আমি হাতের আংগুলের ডগায় একফোটা শিশির তুলে নিবো
কোন সবুজ ঘাসের পাতার কাছ থেকে।
তখন লাল সূর্য্য আকাশের গায়ে আবীর মেখে দেবে
আর মায়ের কোল থেকে নেমে আসা ছোটবাবুটির মতো খিলখিলিয়ে হাসবে
আমি হাতের আংগুল বাড়িয়ে দেবো ঈষৎ ভালোবাসার ছোয়া পেতে।
কিছুক্ষন পড়ে সূর্য্য যখন সোনালী আলোর আভায় পৃথিবীকে শোভিত করবে
তখন আমি আমার শার্টের হাতাটা মুড়িয়ে নেবো
আর মুঠো মুঠো আলো গায়ে মাখবো
পাখিদের সাথে গলা মিলিয়ে গলা ছেড়ে গান গাইবো, পাতাদের মতো নেচে নেচে।
একদিন পৃথিবীটা কোন এক আদেশের বলে স্বর্গ হবে
আমাদের এই ঘরটা সেদিন স্মৃতি হবে
জেগে থাকা রাতগুলো কবিতা হবে
অসীম ধৈর্য্যে চেয়ে থাকা পথের শেষে একটা রাজপ্রাসাদ হবে।