তুমি কবি হয়ে যাও,
আমি পাঠক হব।
তুমি শব্দে ছন্দে পদ্য লেখ,
আমি তার মুগ্ধতা নিব।
তুমি ভাবতে থাক অসীম,
আমি তোমার কলমের আছড়ে,
স্বীকৃত শব্দ নিয়ে ভাবিব।
তুমি না হয় আজ জানলা খুলে,
আকাশ পানে চেয়ে,
ঠোটের ফাকে একটু হাসি রেখে,
লিখে ফেল কবিতার কোন এক লাইন।
অথবা সবুজ ঘাসের পাতায়
জমে থাকা শিশিরের ফোটায়
আলোর কণাদের উচ্ছলতা
নিয়ে লিখে ফেল অন্য আরেকটি কবিতা।
আমি তোমার কবিতার সিক্ততা নিব।
তুমি
হঠাৎ কোন ভাবনার আকুলতায়।
কোন প্রেমিকের হৃদয়ে জমে থাকা,
রক্তাক্ত আছড়গুলোকে,
সাজিয়ে ফেল শব্দ -কলায়।
অথবা চোখের জলের গড়িয়ে পড়া ফোটাকে,
দিয়ে দাও কবিতার কোন সুর।
তুমি
আজ কবি হও
সাগর-মহাসাগরের সীমাহীন জলরাশির উচ্ছ্বাসে
লিখে ফেল অজস্র কবিতা।
আমি তোমার কবিতার পাঠক হব।