আমি একটি তথাকথিত নামকরা রাজনীতি মুক্ত ভার্সিটির নগণ্য ছাত্র। ভুলেভরা এক রাজনীতির চক্রে নিষ্পেষিত শিক্ষাব্যবস্থার শিকার অসংখ্য শিক্ষার্থীর প্রতিনিধি।
শিক্ষকেরা নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধার পাত্র। বাবা-মা এর পর তাদের স্থান সেটা আমি জানি এবং মনে প্রানে বিশ্বাস করি। কিন্তু এটাও বিশ্বাস করি সেই শিক্ষক কে হতে হবে প্রকৃত শিক্ষক।
কিন্তু আজ তাদের আচরন দেখে বিস্মিত না হয়ে উপায় নাই। তাদের আচরন দেখে আজ চোখ বন্ধ করে থাকতে ইচ্ছা হয়। কিন্তু স্যার আমরা তো অন্ধ নই।
নিজেদের রাজনৈতিক অথবা নৈতিক বা অনৈতিক (যাই হক না কেন) কোন্দলের জের ধরে আপনারা হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আপনাদের কারনেই আজ সেশান জট নামক ঘাতক ব্যাধি পুরোপুরি গ্রাস করতে চলেছে পুরোপুরি সেশনজট মুক্ত একটা ক্যাম্পাস । স্যার আমরা আর কতো পিছাবো? আমাদের তো দেয়াল এ পীঠ থেকে গেছে। ৫ মাসের কোর্স আজ ৮ মাস হতে চলল কিন্তু আপনাদের তো পরীক্ষা নেয়ার কোন লক্ষন দেখি না। যে শিক্ষকদের কাছ থেকে আমরা ধৈর্য ন্যায় সততা সহিষ্ণুতা শিক্ষা নেবো তারা আজ আমাদেরকে জিম্মি করে কি যে শিক্ষা দিতে চাচ্ছে তা আমার মত মূর্খ ব্যক্তির কাছে বোধগম্য নয়।
স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসা অধিকাংশ ছেলেমেয়ে। আপনাদের ছেলে মেয়েদের মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি তো যে আমাদের বাবা-মা রা লাখ লাখ টাকা খরচ করে বিদেশি ভার্সিটি তে পড়াবে। আমাদের কাছে ৫-৬ মাসের ও অনেক দাম। বাবা মা অনেক আশা করে আছে আমাদের উপর। আপনাদের কোনও অধিকার নেই সেটাকে তিলেতিলে শেষ করে দেয়ার। আপনারা যদি নিজেদের সন্তানের কথাও একবার এর জন্য আমাদের জায়গায় ভাবতেন তাহলে আমাদের পরীক্ষা নিয়ে এই তালবাহানা আর হতো না।
আবার ভর্তি পরীক্ষার সময় চলে এল...
কিন্তু গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরাই এখনও ক্লাস শুরু করতে পারেনি। প্রায় ৮ মাস তারা বসে আছে বিনা কাজে, বিনা পড়াশোনায়। যখন তারা জিজ্ঞাশা করে “ভাইয়া আমাদের কি ক্লাস শুরু হবে না? আর কতদিন বসে থাকব?“
তখন কি যে উত্তর দিবো বুঝে উঠতে পারিনা। আসলে নিজেদের যন্ত্রণাতেই পাথর হয়ে আছি। দিনের পর দিন বাসাতে বসে থাকতে থাকতে নিজেই যখন ক্লান্ত। তখন বাবা মা আত্মীয় স্বজন দের প্রশ্ন- কবে পড়া শেষ হবে?
স্যার, আপনাদের কাছে আকুল প্রার্থনা আপনাদের অন্তরকোন্দল আর রাজনীতির কাছে আমাদের জিম্মি করে আমাদের ছাত্রজীবন ধ্বংস করবেন না।