তোমার যোনিদেশে একদিন কোনও পথ, শপথ ভুলে
নিজের আড়াল খুঁজেছিল পথে। চূর্ণ সে ধাঁধায়, বিচূর্ণ
জলাধারে, শিৎকারে নিজের খুনবস্তু ঝরিয়েছে শুধু
দেশে দেশে সে এক পথ ভূমি হতে সুউচ্চ দূরত্বে
দেশে দেশে সে এক পথ তুমি হতে তোমার গুরুত্বে
অন্য কোনও রাজ্যে নয়, বাণিজ্যের অজুহাতে যদি
ভ্রান্ত হলো; তবে দোষিসূত্রে আর বলো কাকে বেঁধে রাখি?
দূরত্ব বেড়ে গেলে গুরুত্ব বোঝা যায়- এমত ভাবনায় প্রতিটি
শরতে মনে করি, প্রিয় মাতামুহুরী, বর্ষা যেন এসেছিল কবে?