এমন ও হতে পারত !
থেমে থেমে আসা মেঘের ঝলকানির মত
তোর দুচোখের তারায় ঝিলিক দিয়ে উঠত
আমার উপর পুষে রাখা পুঞ্জীভুত রাগ কিংবা অভিযোগ !
তোর অভিশাপে শ্রাবণের টলমলে পুকুর হতাম কি?
নাকি বড়জোর একটা মাধবীলতার ঝোপ !
অথবা এমন ও হতে পারত
আমার দিনভর ক্লান্তি আর চুইয়ে পড়া ঘামের ফোটায়
লেখা হত একটা রণকাব্য
বেজে উঠত রণসঙ্গীত,
সংঘর্ষের ডামাডোলে
পুড়ে খাক হয়ে যেত একটা বিষণ্ণ হৃদয় !!
কোনটাই হয়ে ওঠেনি!
দাউ দাউ করে জ্বলন্ত একটা অভিমানের চিঠি
পুড়বেনা বলে মোম খুজেছে তোর কাকচক্ষু জলের দীঘিতে,
মাঝখান থেকে পরাজিত আমি!!
অভিশাপ দিলাম এবার আমিই !
একটা শ্রাবন রাত্রে ঘুমপরী তোর বাড়ির পথ মাড়াবেনা
আর তারপর তোর আকাশের দীপ নিভে
একটা প্রজাপতি হয়ে টোকা দেবে আমার জানালায় ,
শুধু দিনভর রিমঝিম রিমঝিম তাল লয়ে
বেজে যাবে তোর একলা নুপুর !!