ওই চোখে যেন এক গোপন জোছনার গল্প,
যেখানে হরাতে চায় আমার সকল ক্লান্তি।
ও ঠোঁটের লালিমায় বাসা বাঁধে
অসংখ্য না বলা অভিমান রাশি রাশি।
তোমার চোখ যেন এক অসমপুর্ন কবিতা,
যার পলকে পলকে ঝড়ে পড়ে
হাজার শব্দের ফুলঝরি ।
তোমার চুলের ঘ্রাণে মিশে থাকে বুনো ফুলের সুবাস,
যেন পাহাড়ি ঝর্ণার নরম ছোঁয়া।
তোমার ছোঁয়া, যেন এক পসলা শীতল বাতাস,
যার চুম্বনে জাগিয়া ওঠে হৃদয় আমার ।
ও হাসির ঝঙ্কারে ডুবে যায় সন্ধ্যার মেঘ,
নীরবতায় গর্জে ওঠে ভালোবাসার সুর।
শুভ্র হাতের উষ্ণতায় বাঁধতে চাই
আমার স্বপ্নের আকাশ।
তুমি, শুধু তুমি,
এক অনন্ত কবিতার নাম,
যার প্রতিটি পঙ্ক্তি আমি লিখি
জীবনের প্রতিটি নিঃশ্বাসে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩