জানতো, এখন আমি একাই থাকি।
প্রত্যহিক সকল কাজ একাই করি
আলসে বলে খুব খেপাতে
আলসে আমি আজ আছি,
এতটুকু বদলাইনি, কেবল তুমি বদলে গেলে।
তোমার এই বদলে যাওয়া
নিরন্তন কষ্টের গভীর কালো
অমানিশায় ডুবিয়ে রাখে আমাকে
দগ্ধ করে পড়তে পড়তে।
অকারনে এখন আর তোমাকে নিয়ে কাব্য লিখি না
তোমাকে নিয়ে দুঃখ পাওয়ার
ছেলেমানুষি অভিমন এখন আর মনের দুয়ারে কড়া নারে না
বদলে যাওয়ার প্রতিযোগিতায় আমিও থাকতে চাই
হেরে যাওাদের দলে থাকতে থাকতে
জেনে গেছি জয়ি হওয়ার মূলমন্ত্র।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৬