আপনি জানেন কি PowerPoint সেট আপ ছাড়াই চালাতে পারেন? এবং ফ্লাসে বহন করে নিতে পারেন এবং যে PC ত Power point নেই সে PC তে ও চালাতে পারবেন। যা করতে হবে তা হলোঃ
Power point চালু করুন তার পর যে কোন একটি ফাইল ওপেন করুন।(অফিস ২০০৩ এর জন্য ফাইল ক্লিক, Package for CD Click ) অফিস ২০০৭ এর জন্য অফিস বাটনে ক্লিক তারপর Publish এ ক্লিক, Package for CD Click, তার পর Name the CD এর ঘরে লিখুন Power point Live । তার পর Add File Click করে পূর্বেও তৈরী করা যে কোন একটি PowerPoint file Select করুন Add Click করুন। View Package এর ঘর থেকে Play all presentation Automatically in the Specified Order Select করুন (যদি Select না থাকে) তার পর Ok করুন। Folder হিসেবে চাইলে Copy to Folder Click । আর যদি CD তে কারতে চান তা হলে Copy to CD তে Click করুন।
চালনার জন্য Live CD অথবা Folder এর ভিতরের PPTVIEW File টি চালু করুন। এবং এর ফাইল সিলেক্ট করে ওপেন করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২১