আমার রুমে একটা হলদে বাতি জ্বলে
ফিলিপস, ষাট ওয়াটের উজ্জ্বলতায়
সে হলদে বাতি ইশারা করতে জানে
আর পোড়ে, চোখ ঝলসানো কয়েলে
একটা হলদে বাতি জ্বলে...
পেটের দায়ে এসেছিলাম, দেশান্তর হইনি
ঢাকা বিভাগ ছেড়েছি সবে
চাকর যুবক জীবন, পোড় খাওয়া
চিতায় ওঠা, পুরো ইশারাবিহীন
যুবক জীবন জ্বলে!
আচ্ছা, হলদে বাতিটি কি পোড়ে?
বিদ্যূত আর জেনারেটর ছোবলে?
সে কী নীল হয়? বৈদ্যুতিক দংশনে?
নাকি জ্বলে, আলো দেয়
আর সুইচ টিপলে নেভে!
উজ্জ্বল চোখ ধাধাঁনো আলোতে
একটা হলদে বাতি
আমার রুমে জ্বলে!
পূর্ণ যৌবন নিয়ে সে উজালা!
জ্বলে আর নেভে!
এ জীবনের সুইচ খুজঁছি, অন্ধকারে,
লোডশেডিং এ, অন্ধের মত হাতড়ে!
একটিবার টিপে দিলে নিভে যেত,
সব মুছে যেত তোমার উজ্জ্বলতা
ভুলে যেত তীব্রতা!
একটা হলদে বাতি জ্বলছে, ষাট পাওয়ার...
সান ড্যান্স
২২/০৫/১৬, রাত ৩.৩০
শমসের নগর রোড, মৌলভীবাজার
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৩৩