হে গণতন্ত্র
তুমি সমাজ বইয়ের আব্রাহাম লিঙ্কনের শুধুই একটি উক্তি!
তুমি কাঠগড়ায় দাঁড়ানো হেয় প্রতিপন্ন বিচারক
তুমি বিক্ষোভের মিছিলে সশস্ত্র পুলিশে হন্তারক
তুমি হাজার কোটি কালো টাকা সাদা করার প্রশ্রয়
তুমি পচে যাওয়া কালো বিড়ালর রাজনৈতিকের আশ্রয়!!
হে গণতন্ত্র,
তুমি সমাজ বইয়ের সিলেবাসের পাঠ্যসূচীর পরীক্ষা
তুমি নিরীহ জনগণের ট্যাক্সায়িত ঘুষের নিরীক্ষা
তুমি বন্ধ হয়ে যাওয়া ছাপাখানার অপ্রকাশিত পত্রিকা
তুমি পুঁজিবাদ এর গঠনভিত্তির মৌলিক মৃত্তিকা!
হে গণতন্ত্র,
তুমি সাদা পোশাকের অস্ত্রধারী কর্মীর ক্রসফায়ার
তুমি ধনবাদের সন্তান, একদল মুখোশধারী স্বত্তার
তুমি গ্লোবালাইজেশনের সাম্রাজ্যবাদের ধর্মীয় হাতিয়ার
কে রুখবে তোমায়? আছে কার এখতিয়ার?
ছিহ, গণতন্ত্র
উঠে এসো সমাজ বই থেকে, ফিরে যাও সমাজে
সামরিক বিউগল আজ আক্ষেপের সুরে বাজে!!