দু'টি চোখের মায়াজালে বন্দী হতে চেয়েছিলাম
আজীবনের জন্য
স্বেচ্ছায় কয়েদী হয়ে বিচরণও করলাম কিছুদিন
রেটিনায় রেটিনায়
শেষমেষ চোখের বালি হবো ভাবি নি
তাইতো ভাসিয়ে দিলে আমায়
লোনা জলের বন্যায়।
দু'টি হাতের কাছে ধরা দিয়েছিলাম
পাশে থাকবো বলে
অনুগত বন্ধু হয়ে সঙ্গও দিলাম মন্ত্রমুগ্ধের মতো
বেলায়-অবেলায়
কখনো নিজেই নিঃসঙ্গ হয়ে যাবো অনুমান করি নি
সেইতো হাতের বন্ধন খুলে নিলে হায়!
হেলায়-অবহেলায়।