বাজারে আসার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এলিটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইভো এয়ার। দারুণ সব লেটেস্ট ফিচারের পাশাপাশি স্মার্টফোনটি দামে সাশ্রয়ী এবং আকর্ষণীয় ডিজাইনের ফলে ক্রেতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। এছাড়া সর্বশেষ স্মার্টফোন মেলাতেও এলিটের মোবাইলের স্টলে সর্বাধিক বিক্রি হয়েছে এই স্মার্টফোনটি।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড হাই হাইডেফিনেশন ডিসপ্লে যা সূর্যের আলোতেও দেখা যাবে স্পষ্ট। এছাড়া রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মিডিয়াটেক চিপসেট, চতুর্থ প্রজন্মের মালি গ্রাফিক্স, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ২ গিগাবাইট র্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০।সিএনসি ডায়মন্ড কাটিং টেকনোলজি আর অ্যালুমিনিয়ামের উপাদান থাকায় হ্যান্ডসেটটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এর ডিসপ্লে সুরক্ষায় আছে গরিলা গ্লাস থ্রি, ফলে ডিসপ্লেতে সহজে দাগ পড়বে না।
ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল টোন ফ্ল্যাশ। এতে উন্নত সেন্সর ছাড়াও নয়েজ রিডাকশন, সেলফ টাইমার ইত্যাদি অপশনের পাশাপাশি ফেস বিউটি মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোড রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে একই সাথে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে। দুটি সিম কার্ডেই আছে থ্রিজি সুবিধা।
এছাড়া এজ, ওয়াইফাই, ব্লুটুথ, ওটিজি এবং ওটিএ আপডেট সুবিধা তো রয়েছেই। ৫.৮ মিলিমিটার পুরুতের স্মার্টফোনটিতে রয়েছে টিসিএল হাইডেনসিটি ব্যাটারি; উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে ফোনটিতে চার্জ থাকে দীর্ঘক্ষণ। ১৩ মাসের ওয়ারেন্টিসহ স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র ১৪ হাজার ৬৬৬ টাকা।
এলিটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির বলেন, “বাংলাদেশের মোবাইল বাজারে সেরা ডিভাইসটি আনার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। ইভো ইয়ার নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী।”
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪