ভোট আমাদের প্রত্যেকের ওপর একটি গুরুত্বপূর্ণ আমানত। তাই ভোট কেন্দ্রে যাওয়া বা ভোট প্রদানের আগেই প্রত্যেককে যাচাই করে নিতে হবে যে আমার ভোটটি আমি কোন সৎ এবং যোগ্য ব্যক্তিকে দিচ্ছি কি না। রাসূল (সঃ) এর হাদিস অনুসারে আমাদের হাশর (বিচার দিবসের অবস্থান) হবে তাদের সাথে যাদের আমরা দুনিয়াতে ভালবাসব। তাই আমার ভোটে যদি কোন অসৎ ব্যক্তি, চোর, দুষ্কৃতিকারী বা জালিম নির্বাচিত হয়ে যায়, তবে এর দ্বায়ভার আমার ওপরেও বর্তাবে এবং আমার আখিরাত ধ্বংস যদি তাদের সাথে আমার হাশর হয়ে যায়। প্রতিটি মুসলমানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ্ব সহ অন্যান্য ইবাদত সব বরবাদ হয়ে যেতে পারে এই ভুলের কারণে। উপরন্তু আমার ভোটে নির্বাচিত অসৎ লোকের কুকর্মের গোনাহ আমার আমলনামায় যুক্ত হয়ে যেতে পারে।
তাই সবার প্রতি আহবান, ভোট দেয়ার আগে আল্লাহকে ভয় করুন, আখিরাতকে স্মরণ করুন, জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত হওয়া থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে (সূরা নাবা, আয়াত ২১)
এ প্রসংগে শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই ভিডিতটি আরো ভাল তথ্য দিবেঃ