ছায়া মৃত্যু কোলে করে হাঁটছে বিনির্মাণ, সী-গাল সময় ধরে ভিক্টোরিয়া'স সিক্রেট; অকুপাই ওয়ালষ্ট্রীটের দারুন-দহন দিনে পুড়ছে লিবার্টির লাজুক আঁচল, অরক্ষিত ফ্রিডম হাতে মলিন ম্যাগনাকার্টা।
স্বর্ণমুদ্রার শাণিত স্তুপ এখনো চিক চিক, 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রী' ডেমক্রেসীর ভাঁজে; গুণনে, আয়তনে-বৃক্ষের বিপণীগুলো পুড়ছে সময়, সময়ের প্রতিশ্রুতি; আলো, গন্তব্য, আর প্রচুর শস্যদানার ফুটন্ত সকাল।
গতিময় সুতীব্র ঈগল পালক, প্যারালাল জোৎস্নাঝড়ে পথ হারালে
ছায়ামৃত্যুগুলো অস্পষ্ট থাকে না, প্রতিটি বৃক্ষ তখন সুস্পষ্ট মানবছায়া
প্রতিটি মানুষ এক আণবিক ড্রোণবাহী বিপণী বিতান। অথচ বিনির্মাণ
সেদিন বলেছিল,'আমাকে মুক্তি দাও, আমি মানবতা দেবো', আমরা
অজস্র মৃত্যু আর মুক্তির মিছিল নিয়ে বিনির্মাণের পাশেই ছিলাম।
এরপর আমরা কেবল একটি ছায়ার মৃত্যু ঠেকাতে চেয়েছি, কেননা
মৃত্যু সে সতত তাঁর নিজস্ব ছায়ার প্রাচীন।
ফ্রেটার্নিটির এ সরাইখানায়, ব্ল্যাকফ্রাইডে'র সেলের ভীড়ে, এখনও
স্পষ্ট নয় মানুষের স্থান, তবু ছায়ামৃত্যু কোলে করে হাঁটছে বিনির্মাণ।
লিবার্টি! .......ফ্রেটার্নিটি! .......ফ্রিডম! ......ফ্রিডম!
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪