জীবনের প্রতিপক্ষে আমরা ক'জন, আমাদের মানবিক দু্র্বলতার সুযোগ নিয়ে, প্রতি মূহূর্তে জীবন আমাদের সাথে খেল্ছে, সেই কবে থেকে! হারজিতের পরিসংখ্যানে আমরা বার বার হেরে যাচ্ছি, আমরা শুধুই হারছি; তাই বলে জীবন নিজেও যে জিততে পারছে তা কিন্তু নয়-আমরা মূলত হারতে হারতেই জীবনকে বাঁচিয়ে রেখেছি, আর তাই জীবন নিজে এত্ত সুন্দর, আমাদের কাছে, জীবনের কাছে।
অথচ জীবনের এ হারজিত খেলায় আমরা চাইলেই কিন্তু জীবনকে এক্কেবারে চিরতরে হারিয়ে দিতে পারতাম ? জীবন কি তা জানে?
তাহলে সে এত এত খেলছে কেনো? একটি ভুল, একটিমাত্র দুর্বলতা,
এত্ত লম্বা কেনো, দীর্ঘ কেনো?
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১৫