কেঁদে মরে একটি বুড়ি, প্রবাসী ছেলের জন্য
এনে দে না ছেলে আমার, চাইনা আমি অন্য।
খাবার আমার যায়না মুখে, ঘুম আসেনা চোখে
বুকের মানিক দূরে রেখে, কেমনে থাকি সুখে।
বিদেশ থেকে মায়ের জন্য, টাকা পাঠায় ছেলে
ছেলের হাতের টাকা পেয়ে, আনন্দে সব ফেলে
যাকে পায় তাকে বলে, আমার ছেলের টাকা
পাড়ার লোকে হেসে বলে, ঘুরবে বুড়ির চাকা।
আগের মতই চলে বুড়ি, আগের মতই খায়
তাহলে ছেলের টাকা, কোথায় চলে যায়!!
ছেলের টাকা আঁচলে বেধে, বুকে রাখে চেপে
টাকাগুলো ছেলের স্মৃতি, বলছে বুড়ি কেঁপে
কেমন করে ছেলের স্মৃতি, খরচ করি হাতে
টাকাগুলো ছেলের মতন থাকনা আমার সাথে!