বুঝতে এখনও অনেক কষ্ট হয়,
প্রহরা দ্বীপের প্রবাল কীটের মিলনাত্মক ক্ষণ,
অপেক্ষার সীমা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর ।
মেলে ধরা অধরের উৎকর্ষতায় দেখি
থকথকে জমাট রক্ত পিন্ডে টগবগে দোলুনি।
বুকের বাম পাশটায় আজও অনুভব করি চিনচিনে ব্যথা,
কাছে পাবার আকুলতায় শিরদাঁড়া এখনও শিরশির করে।
প্রসারিত কঠিন দুবাহুতে তোমার চিবুক পিষ্ট করতে
প্রতিদিন লোলুপ দৃষ্টি দেই তোমার সারা শরীরে।
তুমি, আজকের সেই তুমি দুঠোঁটের শুকনো হাসিতে বললে
আমার হৃদয়ে নাকি তুমি নেই।
তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে আজও চিৎকার করি-
বড্ড লোভাতুর আমি, বড্ডো অভিমানী....
প্রত্যাহার করো তোমার মিথ্যা অভিযোগ।।