হঠাৎ করেই পরিবর্তন ঘটে, ঘটে যায়,
সময়ের অপেক্ষায় থাকে না কোন স্বপ্ন,
কিংবা প্রতীক্ষিতের লীলা যজ্ঞে মেতে উঠেনা
কৃষ্ণ কলির নূপুরের উচ্ছ্বসিত মাদকতা।
বৃন্দাবনে গড়ে ওঠা নড়বড়ে অস্তিত্বের সমাধি
রচিত হয় এক নিমিষেই।
এত দ্রুত, এত গতিতে,
যেন স্বপ্ন দেখা শেষ হবার আগেই।
সাদা কালো স্বপ্নের রঙিন চিত্রায়নে
দক্ষতা আর মেধাবীর পরিচ্ছন্নতার প্রয়াস।
না আমি, না তুমি, না আমরা
কেউ পরাজিত নই বিধির নির্মমতায়।
পরাজিত শুধু একটি অধ্যায়ে, একটি গল্পে
যার পরিসমাপ্তি ঘটল খুব সহজেই।