ফুলের হাসি
একটি ফুলের হাসির অভাবে আমার পৃথিবী আলোহীন
প্রতিদিন থরে থরে শতেক ফুল ফোটে নামহীন।
শুধু একটি ফুল হাসলনা বলে
আমার সাজানো বাগান মলিন।
প্রতিদিন দামাল বাতাস এসে
ঢলে ঢলে পড়ে ফুলের গায়ে
প্রতিদিন ভ্রমর এসে কত কথা বলে চুমু খেয়ে
একটি ফুল যে আজও ফুটলনা
সে কথা কি কেউ কখনও মনে করে ?
হোকনা সে ফুল নামহীন, তবু
সে ফুলের অভাবে আমার পৃথিবী আলোহীন।
কতদিন কত কবিতা লেখা হয় ফুলকে ভালবেসে
কতদিন কত প্রেমিক হৃদয় হারিয়ে যায় ফুলের কাছে এসে।
একটি না ফোটা ফুল যে তাদেরকে
নিয়ে যেত অন্য স্বর্গলোকে
সে কথা কি কেউ কখনও মনে করে ?
হোকনা সে ফুল সৌরভহীন, তবু
সে ফুলের অভাবে আমার পৃথিবী আলোহীন।
আকুলিয়া মন
মন তুই আকুলিয়া প্রাণে
এত দুঃখ ঢালিস কেন গানে
তোর কি দুঃখ রাখার জায়গা কোথাও নাই ?
তোর বারমাসি গানে শুধু কাঁদে কেন বেদনারাই ?
তুই হারাতে গিয়ে অন্য প্রাণে
ঠাঁই পেলিনা সেই মনে
তাই কি রে তোর মনের মাঝে
অথৈ সাগর খেলা করে ?
সেই সাগরে ডুব দিবি এমন সাথীও নাই।
তুই নামলি যদি গভীর জলে
উঠলি কেন খালিহাতে ?
তোর কাখের কলসী ভরলনা তবে
ঘরে ফেরার কি হাল হবে ?
একলা পথে তোর কি কেউ চলার সাথী নাই ?