প্রিয় হুমায়ুন,
তুমি বেঁচে রবে তোমার সৃষ্টির সম্ভারে
অনেক উপখ্যান, অনেক গল্প
অনেক না বলা কাহিনীর ভিড়ে।
তুমি বেঁচে রবে তোমার সৃষ্ট চরিত্রের মাঝে
হিমু, মিসির আলি, বদি আর বাকের ভাইদের ভিড়ে
একুশের বই মেলা, নুহাশ পল্লী
সবখানে তুমি ফিরে ফিরে আসবে জানি।
ফিরে তোমাকে আসতেই হবে
তোমার এই রূপসী বাংলার কোলে
বড় বেশী ভালোবাসতে তুমি এই বাংলাকে
এর ফুল-ফল-পাখির গান আর নদীর ঢেউকে
ঘেটুপুত্র আর কমলাদের মতো মানুষকে
ওদের সুখ-দুঃখ, হাসি-কান্নার ইতিহাসকে
নিজের করে নিয়েছিলে তুমি হুমায়ুন
তাই তোমাকে ফিরে আসতেই হবে
এদের হাত ধরে, এই বাংলাকে ভালোবেসে।
তোমার রেখে যাওয়া অপূর্ণ স্বপ্নকে
পূর্ণতার রূপ দিতে
তোমাকে ফিরে আসতেই হবে
প্রিয় হুমায়ুন।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮