আশ্চর্য কাহিনী
************
আধ্যাত্মিক মহামানব বড়পীর গাওছে পাক আব্দুল কাদের জিলানী রা বহু দূর দূরান্তে গিয়ে ওয়াজ নছিহত করতেন । ভক্ত আশেকগন মধুর বানী শ্রবন করে দলে দলে ইসলামের ছায়া সুশীতলে হেদায়েত প্রাপ্ত হতেন । বাগদাদের দূরবর্তী স্থানের কিছু লোক পীর সাহেবের নিকট গিয়ে বললেন , হুজুর আপনার ওয়াজ আমাদের প্রানের গভীরে স্থান লাভ করে কিন্তু ৩০০ মাইল দূর থেকে এসে আপনার অয়াজ শুনা আমাদের পক্ষে সম্ভব নয় । যদি বিশেষ কোন ব্যাবস্থা করে দিতেন তাহলে এত দূর আর আসতে হতনা । বড়পীর সাহেব ভক্তগণের বাড়ীতে
গেলেন । একটা হাতের আশা বা খুটা বাড়ীর মধ্যখানে স্থাপন করলেন । খুঁটির চারদিকে একটা বৃত্ত আঁকলেন । এবার ভক্তগন কে বললেন
আমি হাজার মাইল দূর থেকে যদি অয়াজ করি তাহলে এই লাটির বৃত্তে এসে তা শুনা যাবে ।ভক্তগন দূর থেকে এভাবে বড় পীর সাহেবের কথাবার্তা বা বানী শুনে আধ্যাত্মিক ফায়েজ অর্জন করতেন । সেই থেকেই বেতার তরঙ্গ আবিষ্কারের ধারনা জন্মে বিজ্ঞানীদের মনে ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫