৫ম ব্লগ ডে উদযাপন এস প্রানের মিলন মেলায় , কোথায়> কিভাবে বন্ধুগন জানাও এবং শেয়ার কর
((((((((((((((((*************))))))))))))
৫ম ব্লগ ডে উদযাপন এস প্রানের মিলন মেলায় , কোথায়> কিভাবে বন্ধুগন জানাও এবং শেয়ার
কর ।।
২০০৯ সাল থেকে ১৯ শে ডিসেম্বর ব্লগ ডে পালন করা হচ্ছে। এবছর ৫ম ব্লগ ডে হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১৯ শে ডিসেম্বর ২০১৩ ।
***************** সবার পরিবেশ বন্ধু
সম্মিলিত বা আঞ্চলিক ভাবে
যে যেখানে , একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন , সবার কর্মসূচী
সফল হোক ।।
জিমেইল ,মাসউদরানা৮২কে@জিমেইল>কম ।।
আমাদের আঞ্চলিক স্থান
********* মিরপুর ১২ কালশির স্মৃতি স্তম্ভ
সময় বিকাল ৪ ঘটিকা থেকে শুরু ।।
শুধু আড্ডা আনন্দ সাথে বাড়তি মজা , এস বন্ধুরা ব্লগ মিলন মেলায় প্রানের জাগরনে এই জলসায় ??
সম্পাদকীয়
****************
মনের ও কাননে ফুল যত ফুটে
তার সৌরভে নব ভোর উটে
এল এল এলরে কাংকিত দিন
আজ আমরা মুক্ত, আমরা স্বাধীন ।।
তাই কামনা নব বাধনে
শুভ হোক ব্লগ আড্ডা অবারিত মনে ।।
এস ছুটে যাই আলোর মিছিলে
কিছু স্বপ্ন ভালবাসার দোয়ার খুলে ।।
বিশ্ব জাগায়ে তাই আমরা অজেয়
আমার মায়ের ভাষায় ১ম পাঠ নিয়
সম্মুখে যত বাধা ব্যাবধান নির্ভয়ে
আমরা দুরন্ত আমরা দুর্বার বিশ্বজয়ে ।।
***********
সকল ব্লগার ভাই , বোন , বন্ধুগন
এবার কেমন হবে ব্লগ ডের আয়োজন
জানাও মতামত , ভুলনা
সময় মাত্র ১ দিন ১২ ঘণ্টা ৪৪ মিনিট .
************* .
আরজু পনি আপু কে অনেক ধন্যবাদ স্মরণ ও আগাম ব্লগ পোস্ট
দেয়ার জন্য , লিখিয়ে বন্ধুগন সব্বাই ভাল ও সুস্থ থেকে
আনন্দময় ব্লগিং মিলন মেলায় শুভঅভিনন্দন ।।
***********
বিশিষ্ট লিখিয়ে বন্ধুদের অভিমত ।।
***************
সুমন কর বলেছেন: ভাল বলেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু , শুভঅভিনন্দন
ঘুম ভেঙ্গে যাক আজি সবার
চাই আনন্দ চাই চেতনা
চাই সমাজে মোরা অধিকার
অসত্যর নাগপাশ ভেঙ্গে যাক
নতুন দিনের নববারতায়
আসুক জীবনের সেরা দিনেরা
উৎসব আর গভীর মমতায় ।।
এস ভেঙ্গে দ্বার লৌহ জিঞ্জীর
দাও জগতে আলো উদ্দ্যত শীর
নহে অন্যায়ের নিকট মাথা নোয়াবার ।।
ধন্যবাদ ভাল থাকা চাই
ব্লগ মিলন মেলায় যেন মিলে ঠাই ।।
পাঠক১৯৭১ বলেছেন: লোকজনের আগ্রহ দেখছি না।
পাঠক১৯৭১ বলেছেন: কি এজেন্ডা?
লেখক বলেছেন: ব্লগ লেখক সম্মেলন
বাক স্বাধীনতা বলেছেন: অ।
লেখক বলেছেন: ধন্যবাদ ব্লগ দিবসে স্বাগতম
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি আসবেন না মাসুদ ভাই ?
লেখক বলেছেন: আমরা আঞ্চলিক ভাবে
মিরপুর ডি এইচ এস ও কালসিট স্মৃতি স্তম্ভের পাশে মিলিত হব ।
সময় থাকলে আইসেন আপু ।।
ধূর্ত উঁই বলেছেন: সুন্দর কবিতা পরিবেশ বন্ধু
লেখক বলেছেন: ব্লগ দিবস সফল হোক ধন্যবাদ
ইমরাজ কবির মুন বলেছেন:
বন্ধুর পোস্ট নির্বাচিতে দেখে ভাল্লাগসে।
যেহেতু কেউ মেইল করবেনা তাই অ্যাড্রেস এ কম এর স্থলে
চম না লিখে চমচম লিখলেও কোন লস হৈতো না মনে করেন ||
লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু
লাইক চমচম
ব্লগ দিবসে শুভভিনন্দন
মামুন রশিদ বলেছেন: সিলেটের ব্লগ-ডে
প্রোগরামে বন্ধুকে আমরা প্রধান অতিথি করতে চাই ।
লেখক বলেছেন: কত তারিখ
ভাল দিন আসুক শুভ হোক ব্লগ দিবস
এম মশিউর বলেছেন: পরিবেশ বন্ধু,
আপনাকে আপনার সরলতার জন্য খুব ভালো লাগে।
আপনিই সামুর সত্যিকারের বন্ধু!
লেখক বলেছেন: ধন্যবাদ কমেন্টে
ভাল থাকা চাই শুভঅভিনন্দন সবসময়ের জন্য
ব্লগ দিবসে শুভেচ্ছা থাকল অগ্রগন্য
পরিবেশ বন্ধু সবার তরে
শুভেচ্ছা জানায় সব অন্তরে ।। শুভ ব্লগ আড্ডা ।।
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ((((((((((((*********))))))))
যারা ব্লগ ডে অনুষ্ঠানে অংশ নিয়েছিল
******************
আমরা ব্লগার , আমরা স্বাধীন
বেশ প্রান বন্ত ছিল
আমাদের ব্লগিং মিলন আসর
ছিল সব্বাই নিরব ক্ষন
আর মৃদু আলোর প্রহর
আড্ডা আর কেক কাঁটা
ছিল সুন্দর এক পরিবেশ
সব মিলে মনোমুগ্ধকর আবেশ
বন্ধুদের মুখে কত কৌতুক সরস
শুভকামনা জানাই
যারা অংশ নিয়েছিল
কৃতজ্ঞ জানাই
উৎসাহ উদ্দিপনার জন্য আরজু আপুকে
স্নিগ্ধ শোভন মনিটরিং দায়িত্ব পালন করে
আর মহামান্য মডু অন্যমনস্ক শরৎ
আসর সরঘরমে ছিল তার অন্যরকম ভুমিকা ।।
জানা আপুর মোবাইল দিক নির্দেশ উৎসাহ ব্যাঞ্জক
ছিল স্রিজনি , ছিল এপোলো
ছিল কাণ্ডারি অরথব , ছিল কুনুব্যাঙ
চিরতার রস , স্বপ্নবাজঅভি ,আমিনুর রহমান , খাটাস , এম মশিউর ,আলাউদ্দিন , জনি , মাহবুব , মাগুর , অপু তানভির , সুহেল হসেন , জেরিফ সহ অনেকেই ।।
মোমের মানুষ , একজন আরমান
সেলিম আনোয়ার ।
কাল্পনিক ভালবাসা , এহসান সাব্বির ।।
{{{{{{{{{{{****************}}}}}}}}}}}
বেশ মজা হল
তিন গ্রুপে ভাগ করে শরত দা নিজেই সঞ্চালনের দায়িত্ব নিলেন ।। ১ম গ্রুফ ক্যাচাল , ২য় গ্রুফ লুল ৩য় সুশীল । আমি ছিলাম সুশিল গ্রুফে , কবিতা গল্প গান সব মিলিয়ে বেশ মজা হল
সত্য কথা বন্ধুগন এবারের অনুষ্ঠান বাংলা ব্লগ দিবসে আমাদের
মাথায় ছাদ ছিলনা । ছিল জোনাকির নিয়ন আলোর মত কুয়াশা
ঢাকা চাদের জুছনা , ছিল আকাশ জুড়ে তারাদের মিটি মিটি হাসি ।। আর আমাদের ব্লগ ডে অনুষ্ঠানের ঐতিহাসিক মিলন
আবার ও ব্লগ জগতের বন্ধুদের ব্লগিয় অভিনন্দন ।।
সন্ধার পর কিছু মুখরোচক খাবার আসে সবার সামনে , সবাই তৃপ্তির আয়েশে যেন ধরণীকে দিতে ঘুম পাড়ায়ে , আমি আবার
ছন্দ ঝেড়ে দিলাম ভয়াল চিৎকার
জেগে উটল সকল লিখিয়ে ব্লগার
ভুঁড়ি ভুজন শেষে তুলে দুহাত
খোদার দরবারে করলাম মুনাজাত ।।
কেক কাঁটা হল সারা
জুড়াল অন্তরা
শুভদিনের এই যে ক্ষন
থাকবে মিশে সব সময়ে
সবাইকে আনন্দ ময় ব্লগ দিবসে শুভঅভিনন্দন ।।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০