***********
এক নজরে পরিবেশ বন্ধু লাইফ স্ট্যাটাস
********************
****** লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা ***
******************
সত্যর মুক্তি ,
ফুলেল সুভাস ,
অচেনা ভারি মুখ ,
বাংলার হৃদয় ।
উপন্যাস ***
প্রিয়তার ছায়া
, ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য ***
প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য ***
মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ ***
ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ সাহিত্যর সকল বিভাগে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন
" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক
*** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট
জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়
কমিটি ।
মন রাঙ্গানো ভোরের আলো
আমি যদি ভোরের বেলায় উটে
ধুলির মাঝে আয়েশে যাই ছুটে
সবুজ কানন ডাকবে আমায় দুলে
চৈতি হাওয়া বইবে ফুলে ফুলে
মন পবনে সাঁজায়ে দৃশ্য ঘুড়ি
দূর দিগন্তে উড়ব গগন জুড়ি
পাখির ডানায় আবির রাঙ্গা পালক
ভোরের চিঠি খুজব রবির ঝলক
মুটু মুটু স্বপ্ন ছায়া এঁকে
উড়িয়ে দেব এই বাংলার বুকে
নিত্য তাই নদীর জলে ভেসে
মন রাঙ্গাব ভোরের আলোয় হেসে ।
রোমান্টিক প্রেমের কবিতা
তারে যদি পাই
***********
মনে যদি লুকিয়ে থাকা তবে কেন বনে দেখা
সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা
অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে
ভালবাসার দোয়ার খুলে মোহের আবেশ দুলে মনে
যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা
দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।
সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে
সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।
হে দ্বিচারিণী দিপ্ত আভায় সুপ্ত রাখ এই না হৃদয়
যখন আসবে ঘনিয়ে বেলা মিলন শ্রুতে ভরবে আলয় ।
আকাশ থেকে পাওয়া
তুষার রাজ্যর দেবি
তার ছুঁয়াতে স্বপ্ন বুনে
তাইত আমি কবি
হৃদয় আজও ছুয় গোপনে
জয় করিতে ইচ্ছা পুরন
তারিয়ে আনে ভাললাগা
জালবুনা সেই মধু লগন
কবিতা ক্রম
************
তার ছায়া ভাসে হৃদয় আকাশে
কে গো তুমি বনহরিনি
স্বপ্ন ছুয়ে এ মন
ভোরের হাওয়ার মত সৌরভে
ভরিয়ে দাও ক্ষনে আবেশে লগন
নিরব ও পাথারে
ভাসিয়ে বেলা
মন রাঙায়ে
কর হে খেলা
সব ভুলে যাই
তোমারই তরে
আর কত সঙ সেজে
থাক হে হৃদয় জুড়ে ।
কাব্য , অচেনা ভারী মুখ ""
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৩