জামাতীরা '৭১ এ দেশ, মাটি, মানুষ ও সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা নতুন কিছু নয়। তাদের বাংলাদেশ বিরোধী রাজাকারী আচরন এদেশের মানুষের কাছে বহু পুরানো।
কিন্তু দেখার বিষয় এই যে নিজেদের মুক্তিযোদ্ধাদের দল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা বি এন পি তাদের এই পরিচয় ধুয়ে মুছে জামাতীদের নেতৃত্বে যুদ্ধে শামিল হয়ে নতুন করে রাজাকারদের খাতায় নিজদের নাম লেখায় কিনা !
জামাতীরা '৭১ এ দেশ, মাটি, মানুষ ও সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা নতুন কিছু নয়। তাদের বাংলাদেশ বিরোধী রাজাকারী আচরন এদেশের মানুষের কাছে বহু পুরানো।
কিন্তু দেখার বিষয় এই যে নিজেদের মুক্তিযোদ্ধাদের দল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা বি এন পি তাদের এই পরিচয় ধুয়ে মুছে জামাতীদের নেতৃত্বে যুদ্ধে শামিল হয়ে নতুন করে রাজাকারদের খাতায় নিজদের নাম লেখায় কিনা !
দেখুন জামাতি পশুদের স্পর্ধা। এরা স্বাধীনদেশে ও গৃহযুদ্ধের ডাক দিতে পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১