শুক্রবার রাতে গ্রেপ্তার আবুল কাশেম (৪০) মঠবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
শনিবার তাতে আদালতে পাঠানো হয়েছে বলে রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এই মামলায় এর আগে আরো তিনজন জামায়াত নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
গত ৬ ডিসেম্বর রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার আদর্শপাড়া হাজি মোফাজ্জেল হোসেন পাঞ্জেগানা মসজিদের একখানা কোরআন শরিফে আগুন দেয়া হয়।
ওই ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা করেছে পুলিশ, যাতে পরিকিল্পতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে এই চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
গত ২৬ নভেম্বর ওই উপজেলার বাঁশতলা ফোরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসায়ও মুসলমানদের কাছে পবিত্র এই ধর্মগ্রন্থে আগুন লাগায় দুর্বৃত্তরা।
এদিকে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বানচালে ষড়যন্ত্রের অভিযোগে নলছিটিতে জামায়াতের এক নেতাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এমদাদুল হক (৪৮) উপজেলার সুবিদপুর ইউনিয়নের আমির।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে এমদাদকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। '
লিংক
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩