
ছবিটি জানুয়ারী ১৯৪৩ এ মরক্কোর কাসাব্লাংকা তে তোলা। ছবিতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (বাঁয়ে) ও ব্রিটিস প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলকে প্রেসিডেন্টশিয়াল লনে বসে একটি কনফারেন্সে কথা বলতে দেখা যাচ্ছে।

জুলাই ২২, ১৯৪৪ , কেইন, ফ্রান্স।তৎকালীন ব্রিটিস প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল নরম্যান্ডি তে ডি-ডে আক্রমনে অংশনেয়া একদল সৈনিকের সাথে কথা বলছেন।

ফেব্রুয়ারী ৪-১১ ইয়াল্টা কনফারেন্স। (বসে থাকা বাঁ থেকে) তৎকালীন ব্রিটিস প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন।

হিটলার একাধারে ন্যাশনাল সোশিয়ালিস্ট পার্টির (নাযি) নেতা, জার্মানীর চান্সেলর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন 'ফুয়েরার' । ছবিটি ডর্টমুন্ড জার্মানীর কোন এক র্যালী থেকে তোলা।
অক্টোবর ২৩,১৯৪০, হেনডেই, ফ্রান্স।স্পেনের শাসক জেনারেল ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো কে দেখা যাচ্ছে একটি অফিশিয়াল মিটিং এর সময় জার্মান ফুয়েরার এডলফ হিটলারের সাথে হাসিমুখে করমর্দনরত অবস্থায়।
ইটালীর শাসক বেনিত্তো মুসোলিনি কে দেখা যাচ্ছে হিটলারের পাশে বসা অবস্থায়। ছবিটি ১৯৪০ সালে মিউনিখ জার্মানীতে তোলা।
জামানের সম্রাট হিরোহিতো, ছবিটি ১৯২৬ সালে তোলা।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩২