কেনো জানি ইদানিং বাসার সবারি শরিলটা বেশ খারাপ ই থাকে। এই জন্য রান্না বান্নার অব্সথা বুঝতেই পাড়ছেন। সাধারন্ত আমি ব্যাস্ত থাকায়, বাসার রান্না, কষ্ট করে আম্মু আর আমাদের বাসার মেয়েটি করে।
গতো ২ থেকে ৩ সপ্তাহ ধরে আমি রান্না ঘরে যাওয়া ভুলেই গেছি মনে হয়।
গত চার দিন ধরে আমার বড়ো ছেলের হুজুর বলছে যে নাইল (আমার ময়না), ঊনার কাছে মনে হয়েছে দুর্বল হয়ে পড়েছে। উনি জানতে চাইলেন যে আসলেই কি তার সরিলটা খারাপ, নাকি সে ঠিক মতো খাবার খাচ্ছে না। এতো আকটিভ একটি ছেলে হঠাত কানো ঠিক মতো পড়তে পারছে না এবং তার সম্বসা বলতে ও পারছে না।
- আমার লক্ষি ছেলে
অবশেষে আমার বার বার বলাতে সে আমায় বললো, সে আমাকে নিয়ে চিন্তিত। গত ১ মাস ধরে আমি একটু অসুস্থ। ডাক্তারের কাছে ও কয়েক বার গিয়েছি। বাসায় সবার মুখে মুখে শুনে। তার মধ্যে মনে হয় এই ভয় কাজ করেছে। যাই হোক, আমি তাকে এই দুই দিন ধরে অনেক বুঝালাম আর তার সাথে সময় কাটালাম তার স্কুলের আসাইনমেন্ট নিয়ে। সে তার প্রোজেক্ট নিয়ে খুব খুশি। আলহামদুলিল্লাহ সে এখন অনেকটাই ভাল।
১.
২.
- তার বাংলা প্রোজেক্ট
আমার রান্না খেতে সব সময় খুব পছন্দ তার। ভাবলাম আজ একটু শরিলটা ভালো লাগছে, রান্না করি। আমার ভাল লাগছে আজকে আর আমার আম্মুর শরিলটা আজকে খারাপ, এটাও আমার মোনটা কে খারাপ করলো। সেটাও একটি চিন্তার বিষয়। যাই হোক, বাচ্চাদের জন্য সেষ মেষ তেহারি রান্না করলাম। সাধারন রান্নাই হয়েছিল, কিন্তু আমার ছেলেদের খুব মজা লেগেছে।


আমার বড় ছেলে বলেই বসলো, " উু আর দা বেষ্ট কুক ইন দা ওার্ল্ড।" তোমার MASTER CHEF এ যাওয়া উচিত। আমি হাসলাম আবার একটু লজ্জা ও পেলাম, আর মনে মনে ভাবলাম, " সব বাচ্চদের কাছেই মায়ের রান্নাটা বেষ্ট লাগে।"

আমি সাধারন, আমার রান্নাও তেমনি কিন্তু আমার ছেলেদের কাছে আমি বেষ্ট!!!!!!!!
- হাউজ তেহারি
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১