......................আমি দেখেছি তোমায়.......................
বাংলার শাশ্বত রুপ দেখেছি আমি তোমার মাঝে
বাংলার চির নবীন অপরুপ পূর্ণ সাজে
দেখেছি আমি তোমায় সবুজ মাঠে
দেখেছি তোমায় সিক্ত নদী ঘাটে

দেখেছি শিশির ভেজা ঘাস মুক্তোয়
দেখেছি তোমায় মাছরাঙ্গার মৌন তন্ময়ে
দেখেছি তোমায় চন্দ্রকলা পূণিমায়
দেখেছি তোমায় বাংলার শ্বাশত রুপ সুষমায়

দেখেছি তোমায় সূর্যোদয়ে- দেখেছিও অস্তে
দেখেছি তোমায় শ্বাশত বাংলায় এই মত্যে
দেখেছি তোমায় বাংলার সোনালী ধানে
দেখেছি তোমায় শ্যামার নরম গানে
দেখেছি তোমায় বৃষ্টির ঝর ঝর ক্রন্দনে
দেখেছি তোমায় বাংলার প্রান স্পন্দনে
দেখেছি তোমায় ঝর্ণার জল তরঙ্গে
দেখেছি তোমায় এই রুপময় বঙ্গে
................................................................................
................................................................................
রচনাকাল ২০০২