বউ-ছেলে নিয়ে শেষমেশ শেকড়ের কাছে পাড়ি
বেঁচে থাকলে টাকা-পয়সা পরে দেখা যাবে
মরে গেলে দাফনের জন্য অন্তত জুটবে মাটি
কী দিন এলো, এক কঠিন মহামারি
দম ধরা পরিবেশ, কত যে কর্মহীন কী করে বলি!
আয়-রোজগার বন্ধ মানে শূন্য পাকস্থলী
চিন্তায় ঘুম নেই, সঞ্চয় যা ছিলো সবই ফুরিয়েছে
যদিও ত্রাণের গাড়ি আসে
চাল ডাল তেল আলু নুনের প্যাকেজ
যতজনে পায় তারচেয়ে বেশি না পাওয়া লোক
সেই দলে দিয়েছিলো যোগ সেই একজন
লজ্জার মাস্কে মুখটা ঢেকে বড্ড ভিখিরি এখন!