ততদিনে ব্যথাগুলো আরও ব্যথা হয়ে উঠুক,
চুমুভর্তি এঁটো গ্লাসে খানিক অবশিষ্টাংশ
দুবেলার ডালভাত আর টেবিলে নিরভিমান ভায়োলিন
চিরুনিতে আটকে পড়া আলগোছ আদরপনা
ব্যথাদের বাড়িয়ে তুলুক, ওরা তীব্র হোক।
(যদিও সময়ের সাথে ব্যথারা ব্যস্তানুপাতিক
তথাপি, নিয়ম ভাঙার জন্য কোনো নিয়ম নেই)
তোমাকে লালন করি শেষ রাতের অন্তঃসারশূন্যতায়
বেঁধে রাখি ব্যবধানের চূড়ান্ত পরিধিতে
আবার সচেতনতায় জিইয়ে রাখি ঐটুকু মুখ
যার দিকে নিষ্পলক তাকিয়ে কেটে গেছে শতাব্দীর শৈশব
হেসেখেলে হারিয়ে ফিরেছি আগুনের গুণফল
সত্ত্বত্যগে অঞ্জলি দিয়েছি উত্তাপের ভাগশেষ,
এখন এখানে পিপাসার পৌষ, শুকনো বরফ মাঠ
হামাগুঁড়ি দিতে দিতে সাহসের হাঁটুতে জখম
কি করে বলি আবার, “ইচ্ছে হলো তোমাকে দেখার”!
থাক, ব্যথারা বেড়ে উঠুক।