আমার ছেলেবেলা কেটেছে রাজশাহীতে।বাবার কর্মসূত্রে সরকারী কলোনীতে থাকতাম।কলোনীর জীবন যে কি মজা তা যারা থেকেছে তারাই বলতে পারবে :।কত স্মৃতি যে এই কলোনীতে!!!
আমরা একটা তিনতলা বিল্ডিং এর উপরের তলাতে থাকতাম।আমাদের নীচের তলাতে দুইটা বিচ্ছু থাকতো

ঈদের কেনাকাটা করতে আমরা সাহেববাজার অথবা নিউমার্কেটে যাইতাম।পুরো বাজার তন্নতন্ন করে খুঁজে বের করতাম সেরা পোষাকটা,সেই সাথে ম্যাচ করা জুতা

তখন ঈদের আগে কাওকে ঈদের ড্রেস দেখানো হতোনা।ঈদের আগে ড্রেস দেখে ফেলা মানে সব পুরনো হয়ে যাওয়া।ঈদের আনন্দই মাটি।এমনকি কি রং এর তাও বলতাম না

আমাদের নীচতলার বিচ্ছু দুইটা সবসময় তক্কেতক্কে থাকতো আমাদের ড্রেস আগে দেখে ফেলার জন্য।ওরাও যখন কেনাকাটা করে বাসায় ফিরতো ,আমরা সাথে সাথে হানা দিতাম ওদের বাসায়; ।পিচ্চিগুলা তাড়াতাড়ি লুকিয়ে ফেলতো

একবার ঈদ এ কেনাকাটা করে বাসায় ফিরেছি।বাসায় ফিরে কিছুক্ষন অপেক্ষা করলাম।নাহ্,ওদের কেও এলোনা আমাদের বাসায়।নিশ্চিন্ত হয়ে জামাটা ট্রায়াল দেবার জন্য পরলাম।ইস্ এত্ত সুন্দর!!!লাফাতে লাফাতে আম্মুকে দেখাতে যাব।হঠাৎ সদর দরজার দিকে চোখ পরলো।দরজাতে একটা ফাঁকা যায়গা ছিলো।সেই ফুটোতে দেখা যাচ্ছে একটা চোখ



সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১১