গত সপ্তাহে বিকেলে বাসায় বসে অবসরে বন্ধু ফয়সালের সাথে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করেই দেখি ফেরদৌস ভাইয়ের ফোন, আমাকে বলল কি কর? আমি বললাম অবসর ভাই... ভাই ভালো করেই জানেন আমি ঘুরা ফেরা পাগল মানুষ তাই প্রস্তাব দিয়ে বসলেন আজকে সূর্যোদয় দেখবো সমুদ্রের বুকে চল BOURNEMOUTH যাই। আমি মোটামুটি এক বাক্যে রাজি, সাথে সাথেই ফয়সাল কে নিয়ে দিলাম ছুট...... যদিও আবহাওয়া তেমন ভালো ছিল না কিন্তু হঠাৎ করা প্ল্যান সাধারণত এমনই হয়...
মোটামুটি রাত ১২টার দিকে পিজ্জা আর চিকেন কিনে আমরা রওয়ানা হলাম, সেদিন বেশ ভালোই ঠাণ্ডা ছিল... রাস্তায় কাজ চলছিল তাই আমাদের অনেক খানি ঘুরে যেতে হয়েছিল, প্রায় পৌনে ৫টায় গিয়ে আমরা BOURNEMOUTH পৌঁছেছিলাম, ভোরের আলো তখনো ফুটে নি, চারদিকে অন্ধকার এর সাথে যোগ হয়েছিল ঠাণ্ডা... কোথাও কেউ নেই একটা ভাব, গুড়ি গুড়ি বৃষ্টিতে মনে হচ্ছিলো দিনটাই মাটি। প্রথম যেই বিচে গিয়েছিলাম সেখানে আমি নামিই নি কারণ ভোরের আলো তখনো ফুটে নি তাই আমরা আরেকটি বিচের দিকে রওয়ানা হলাম। বলা বাহুল্য, BOURNEMOUTH এ অনেকগুলো বিচ আছে।
সেখানে মোটামুটি ঘণ্টাখানেক সময় কাটিয়ে আমরা চললাম পরের বিচের দিকে। তখনও অল্প স্বল্প বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। আমরা এরপর গিয়েছিলাম BOSCOMBE PIER নামে একটা বিচে। ঐ একটা বিচে গিয়ে একটু কক্সবাজার ভাব পেয়েছিলাম। এখানের অধিকাংশ বিচের কোন শব্দ পাওয়া যায় না, এমনকি পাওয়া যায় না ঢেউ এর ফিলিংস, আমাদের মেঘ্নার ঢেউ তার চেয়েও বেশি মনে হয়।
মাঝে মাঝে মনে হয় পাগলামি করা ভালো, জীবনে একটু আধটু পাগলামি না থাকলে জীবনের মজাটাই হারিয়ে যায়। সেদিনে পাগলামি অনেকদিন মনে থাকবে। (আমরা সেখান থেকে Durdle Door নামে খুব সুন্দর একটি জায়গায় গিয়েছিলাম, সেই গল্প না হয় অন্যদিন হবে ).......।