আপনি একসাথে দুই দিকে যেতে পারবেন না আবার একই বিষয়ে দুইটা সত্য হাওয়া সম্ভব না।
যেমন সম্ভবনা একদেশে দুই রাজা থাকা। আর একাধিক তা তো আকাশ কুসুম কল্পনা ।
পৃথিবীর স্রষ্টা আছে এটা যদি আপনি বিশ্বাস করেন আপনাকে ধর্ম মতে করতে হবে।
এক্ষেত্রে আপনাকে যেকোন একটি বিশ্বাস করতে হবে চাইলেও আপনি দুইটা বা একাধিক একসাথে বিশ্বাস করতে পারবেন না।
হয় একটি ধর্ম মানবেন নয় নাস্তিক হবেন।
এখন কথা হলো আপনি কোনটা
মানবেন ?
বাপ দাদার কাছে থেকে যা পেয়েছেন সেটা নাকি যে ধর্ম সত্য সেটা ?
অনেক ক্ষেত্রে উওর দিবেন আমাদের বাপ দাদারা কি ভুল করতে পারে ?
আমি বলবো হ্যা পারে।
আমি বলবো হ্যা পারে।
একসাথে একাধিক ছাএ যেমন
প্রথম হতে পারে না তেমনি একাধিক ধর্ম সঠিক হতে পারে না।
আমরা সামান্য কাঁচা ঝাল কিনতে গেলেও যাচাই বাছাই করি আর ধর্মের মতো একটা ব্যাপারে কতো উদাসীন !
বাপদাদার ধর্ম যা হোক সবার উচিত যাচাই বাছাই করে সঠিক ধর্ম খুজে নেওয়া।
ধর্ম নিয়ে অবশ্য বাড়া বাড়ি করা যাবে না তবে আলোচনা করা যাবে কিন্তু...
আপনি যখন ই একসাথে সব ধর্মকে বিশ্বাস করবেন তখন আপনায় ধর্মের ধারক নয় বরং ধর্ম ব্যবসায়ী বলা হবে।
যেমনটি করে আমাদের রাজনৈতিক নেতারা।
মুসলমানের কাছে গেলে দেশ চলে মদিনা সনদে আর নৌকা হয়ে যায় নুহ নবীর।
আবার হিন্দুদের কাছে গেলে "মা গজে করে আসায় ফসল ভাল হয়ছে।"
আমি কারে আঘাত করতে চাই না বরং বলতে চাই ধর্ম ব্যবসা না করে ধারন করুন।
অন্ধ বিশ্বাস দিয়ে নয় ধর্মের কষ্ঠি পাথরে যাচাই করে।