২০১০ সালের অক্টোবরে ভারতে গিয়েছিলাম কালিমপং-লাভা-লোলেগাঁও ঘুরতে। এ পর্বে 'রিশাপ' এবং 'লোলেগাঁও' -এর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।
কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০ - ছবি ব্লগ -১
কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০ - ছবি ব্লগ -২
প্রথমেই রিশাপ ইকোপার্কে ভোর বেলার সূর্য ওঠার সাথে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখার অবর্ণনীয় কিছু দৃশ্যের ছবি আপনাদের সাথে শেয়ার করছি:

সূর্য ওঠার আগে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ

সূর্য উঠছে, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ-এর চূড়ায় কেউ সিঁদূর রাঙিয়ে দিয়েছে

পর্যটকরা সবাই সূর্য ওঠার দৃশ্য দেখছে

আর একটু উঠলো সূর্য, আর একটু আবিরে রাঙলো কাঞ্চনজঙ্ঘা

সূর্যের আলো আরো ছড়িয়ে পড়লো কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলোতে

পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখন সূর্যের আলোকে আলোকিত

সামনে থেকে দেখে মনে হয়েছিল, কেউ যেন কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে

রিশাপ ইকোপার্ক

রিশাপের ঝুঁকিপূর্ণ রাস্তা

রিশাপ থেকে ফেরার পথে গাড়ির ভেতর থেকে তোলা
এবার দেখুন লোলেগাঁও এর অবর্ণনীয় সৌন্দর্য

লাভা থেকে লোলেগাঁও যাবার পথে

লাভা থেকে লোলেগাঁও যাবার রাস্তা

প্রাকৃতিক কাজ সারতে রাস্তায় গাড়ি থামিয়েছিলাম

লোলেগাঁও এর ঘন বনে ঢোকার মুখে

লোলেগাঁও এর ঘন বন

লোলেগাঁও এর ঘন বনের আরও ভেতরে ঢুকে গেলাম

লোলেগাঁও এর ঘন বনের ভেতরে কাঠের ঝুলন্ত ব্রিজ (ছবিতে এরা সবাই কোলকাতার দাদাবাবুরা)

কাঠের ঝুলন্ত ব্রিজ

ভিউ পয়েন্ট-এর বাগানে

ভিউ পয়েন্ট থেকে দেখা অনিন্দ্য দৃশ্য

ভিউ পয়েন্ট থেকে দেখছি

ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি (ডান থেকে বামে) রন্টি, মন্টি এবং পন্টি। ওরা কিন্তু আমার বন্ধু।

লোলেগাঁও থেকে ফেরার পথে
ফিরে এলাম লাভায়:

আবার ফিরে এলাম লাভায়

লাভার পাহাড়ী নির্জনতা হাতছানি দিয়ে ডাকে

লাভার পাহাড়ী নির্জন রাস্তা

লাভার পাহাড়ী নির্জন রাস্তা ধরে আমি অনেকটা পথ হেঁটেছি

মেঘে ঢাকা লাভাতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-১ (কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০)
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-২ (কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০)
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-৩ (কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ রাত ৮:৫৮