লীগের কোপাকুপির ছবি আর ভিডিও যেভাবে ফেসবুকে আসছিলো, শিক্ষিত সমাজে সেগুলি লীগ বিরোধী জনমত গড়ে উঠতেছিলো। যা সরকারের গাত্রদাহ শুরু করেছিলো। মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে কার্টুন আঁকা আসলে একটা ঢাল হিসাবে ব্যবহার করলো সরকার। নিজ দলের অপকর্ম যেভাবে ফেসবুকে প্রকাশ হচ্ছিলো আর পেজ তৈরি শুরু হয়েছিল, সরকার অনেকটা কোনঠাসা। কিন্তু অপরাধের বড় প্রমাণ হলো ভিডিও যা ইউটিউবে রয়ে গেছে, এরমানে কি এবার খড়গ ইউটিউবের উপড়?
ভোরের আলোয় রঙিন হওয়ার দিন পহেলা বৈশাখ এসেছে বাংলার দোরগোড়ায়—রাঙা চেলি কাপড়ে মোড়া এক সকাল, যার হাত ধরে ফিরে আসে প্রাণের ছন্দ। আকাশে লাল সূর্যের আভা, হাওয়ায় মিষ্টি কাঁচা আমের... ...বাকিটুকু পড়ুন
বাংলা নববর্ষ নিয়ে অতি উচ্ছ্বাস - উন্মাদনা বিশেষত যারা একদিনের জন্য নিখাঁদ বাঙালি হয়ে 'মাথায় মাল' তুলে রীতিমতো উত্তেজনায় তড়পাতে থাকেন তাকে খাস বাংলায় বলে ভণ্ডামি!
বাংলাদেশে পহেলা বৈশাখ আসে ইংরেজি মাসের ১৪ এপ্রিল। অন্যদিকে পশ্চিম বাংলায় ১৫ এপ্রিল উদযাপন করা হয় উৎসবটি। যদিও ১৯৫২ সন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং... ...বাকিটুকু পড়ুন
১. ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪ ০
ভ্রাতা
আপনার কথা সত্য হইবার যথেষ্ট নমুনা দেখা যাইতেছে।
হয়তো সেই সাথে আপনাকেও গ্রেফতার করা হইবে।
আর মন্তব্য করিবার দায়ে আমাকেও।!!!!!
তবে সরকারকে মনে রাখিতে হইবে এইটা ১৯৭৪ সাল নয়। এইটা ২০১০ সাল।
ছহি-ছালামতে থাকিবেন।