রহস্যের সমস্ত প্রাচীনতা নিয়ে এইভাবে আসো বারে বার।
কোন গন্তব্যে নয়,
নয় সময় শৃঙ্খলে-নামের মায়াজালে;
অনাদি অনামিকা তুমি,আসো আদিম রহস্য হয়ে।
কখনো শ্রাবণের ঢলে,কখনো জোৎস্না অতলে
আষাঢ়ের মেঘলা আকাশে-দিনশেষের ক্লান্ত শ্বাসে
নির্ঘুম-নিশ্চুপ রাতে; আসো তুমি ‘তুমি’ হয়ে।
কখনো সময়ের গলা চাপো, দীর্ঘ করো কষ্টকে
কখনো উচ্ছ্বল স্মৃতি হয়ে ভাসো, মৌন করো ‘তুমি’কে ;
এসো তুমি রহস্যের সমস্ত প্রাচীনতা নিয়ে এইভাবে বারে বারে।