
কবিতার কৃষক
(উৎসর্গ ঃ কবিতার কৃষক)
কাঁধে হাত দিয়ে কাঁকর বিছানো পথে
লাঙ্গল-জোয়াল সদৃশ ঝোলানো ব্যাগ
কলম, খেরো খাতা আর
মস্তিস্কে একপাল অগোছালো শব্দ,
শব্দ বুননের স্বপ্নীল যাত্রায় কবিতার কৃষক।
শব্দের যুক্তদেহের মিলিত যৌবনে উত্তপ্ত কবিতার জমিন
প্রাঞ্জল বীজে উর্বর শব্দ বুনন
রন্ধ্রহীন অন্ধকারে কাব্যিক কান্না
কবিতায় মুক্তি খুঁজে পায় কবিতার কৃষক।
শব্দহীন জলে অবিশ্বাসী শ্যাওলা
সম্মোহিত শব্দের নেশার খেলা
জন্মান্ধ ছেলেটির প্রকৃতি অভয়
উৎক্ষিপ্ত ধুলায় উড়ে যাওয়া সময়
কত কত অব্যক্ত শব্দখেলার চিন্তায় কবিতার কৃষক।
ধার করা কিংবা এঁটো শব্দ
প্রাণহীন কিংবা তেতো শব্দ
আরো যত টক, ঝাল, মিষ্টি
আরো যত বোকা বোকা সৃষ্টি
অদ্ভুত শব্দ
ঘুমহীন শব্দ
হাসিমুখে পুর্ণাঙ্গ ফসলের খাতা হাতে কবিতার কৃষক।