জীবন থেকে শেষ হয়ে গেলো আরো একটি বছর। মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম। মানুষ জীবনে চলার পথে অনেক গুলো মোড় পার হয়,সঞ্চয় করে অনেক অভিঙ্গতা। আর এই অভিঙ্গতা থেকেই সবসময়ই আমরা কিছু না কিছু শিখছি।
আজ ২০১১ শেষ হয়ে গেল। এই ২০১১ তে অনেক যোগ-বিয়োগের মাঝে নিজেকে পেয়েছি অন্যরকম ভাবে।অনেক কিছু শিখেছি, যা হয়তো আরও আগেই উচিত ছিল। আসলে কি উচিত আর কি উচিত না, সবকিছুই আপেক্ষিক বিষয়। প্রতিটা মানুষ তার নিজের দৃষ্টিকোন থেকে তা বিচার করে।
নতুন আশা নিয়ে অপেক্ষা করছি নতুন বৎসরের জন্য। কি হবে জানিনা, শুধু জানি নিজে কিছু ভাবতে যাব না। ২০১১ তে জেনেছি, গত দিন গুলোতে অনেক ভেবে,যা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোই ছিল ভুল। এখন আল্লাহর উপর ভরসা করে, সত্য এবং শুদ্ধ ভাবে চলতে চাই।
সবার জন্য শুভ কামনা.............।