তন্ময়তার প্রহরে তুমি থাকো,
তুমি তখনও থাকো যখন রহস্যের
অবগুণ্ঠনে ঢেকে নেমে আসে মায়াভরা স্বপ্নীল রাত-
মধ্যাহ্ন আর সাঁঝেও তোমার মুক্তোঝরানো লাজুকতায়
মায়ার কারুকাজ,
চুপিচুপি তুমি ছুঁয়ে যাও রাতের সব প্রহর;
ছুঁয়ে যাও আবিরমোড়া লাজরাঙা সোনালি প্রভাত।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫১