বাঙালীরা চাপ সহ্য করতে পারে না


অতিরিক্ত ঠান্ডা পানি পান করে ছিলাম তার থেইকা রক্ষা পাইতে



যাক হের পরে তো এক উইকেট পরলো যে আর পরতেইচে না



কিছু তো খাইলাম না কিন্তু কেন হাগিলাম??




১. তামিম= বেদিশা। ঐ যে কতবার রান আউট হয়েছে


2. জুনায়েদ= মাতাল। কঠিন বলে ছয় মারে

৩.আশরাফুল= এই একমাত্র বাংলাদেশী মনে হয় যে কোন দিন ও ভুল থেইকা শিক্ষা নিতে পারবো না

৪. সাকিব= পুলাটা ভালা। কিন্তু গত দুই ম্যাচে যে ভাবে আউট হইছে তা চিন্তার বিষয় একই রকম।

৫. মাহমুদূল্লাহ= তারে শুধু পেকটিস ম্যাচে খেলানো উছিত


৬. রাকিবুল= আমার দেখা বাংলাদেশের একমাত্র পিলিয়ার যে ২০/২০ জন্য উপযুক্ত না। তবে সে কিন্তু বাংলাদেশের ভবিষৎত টেষ্ট তারকা হৈবো তাতে কুন সন্দেহ নাইকা

৭. মুশফিক = এই যে কুন দিন সাবালক হৈবো



৮. মাশরাফি = তার কথা কি আর কমু। বাংলাদেশের একমাত্র তারকা। যে জানপ্রান দিয়া খেলে। তারে পরবর্তি কাপতান বানানো হোক। কিন্তু সমস্যা হৈলো সে প্রায় ইনজুরি
আক্রান্ত থাকে

৯. আব্দুর রেজজাক= তার সে দিন মনে হয় আর কোন দিন ফিরা আইবো না

১০. নাঈম= পোলাটা কি বোলার না ব্যাটসমেন কিছুই বুঝতারলাম না!

১১. রুবেল = মাত্র ১৯ বছরের একটা চোকরা। তবে এই পোলাটা এক দিন ভালো বোলার হৈবো। যদি সে ভাবে প্রশিক্ষণ পায়। যাই হোক তার মাত্র শুরু হৈচে...
১২. সাহাদাত= যেই শুধু টেষ্টের জন্য উপযুক্ত। নো ওয়ান ডে নো ২০/২০। সেই এই পর্যন্ত যত ভালো বোলিং করেছে সবই টেষ্টে।
=============================================
সব শেষে এইটা কইতাম চাই যে আফতাব, অলক, শাহরিয়ার নাফিসদের আরেকবার সুযোগ করে দিয়ে নতুন পুরাতনের একটা শক্ত দেয়াল বানানো হোক। তবে আফতাবেরা
নিজেদের ভুলের কারনে দেশ কে ও পুড়িয়েছে




কেউ মন খারাপ কইরেন না।



সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৪