অমর একুশের রচয়িতা কবি ও প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীকে গতকাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী - যাযাদিন।
বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, (সরকার গঠন করেও আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ইজ ইন অফিস, বাট নট ইন পাওয়ার) ক্ষমতা রয়েছে সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর, আমলা ও মৌলবাদীদের হাতে। দেশ এখন গভীর সঙ্কটে। এ সঙ্কট থেকে উত্তরণের জন্য শেখ হাসিনাকে শত্রু-মিত্র চিনতে হবে। সংগ্রামের সঙ্গী বাছাই করে নিতে হবে। গতকাল নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবু ইউসুফ, প্রফেসর গাজী সালেহউদ্দিন, কবি আসাদ চৌধুরী, প্রফেসর শাহ আলম, আফরোজা কালাম প্রমুখ।
২৫ ফেব্রুয়ারি পিলখানার নৃশংস হত্যাকা-ের ব্যাপারে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, গৃহযুদ্ধ বাঁধানোর উদ্দেশ্যে পিলখানা হত্যাকা- ঘটানো হয়। এ উদ্দেশ্য সফল হলে দেশে স্বৈরতন্ত্র কায়েম হতো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতৃপ্রদত্ত সাহস দিয়ে সঙ্কট মোকাবেলা করেছেন। সভায় সিটি মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে মুভি তৈরি করার জন্য আবদুল গাফ্ফার চৌধুরীকে ৫ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এছাড়া তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনী রচনার যাবতীয় খরচ বহন করার এবং চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তাটির নাম আবদুল গাফ্ফার চৌধুরী সড়ক করার ঘোষণা দেন।
এখন প্রশ্ন জাগে.....
১. ক্ষমতায় কে আছে?
উত্তর = ছাত্রলীগের সামরিক শাখা এবং মৌলবাদী অংশ
২. বঙ্গবন্ধু কে নিয়ে মুভি বানানোর জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষনা দেয়া হয়েছে। ভালো উদ্দেগ্য।
উত্তর = আ. গাফ্ফার চৌধুরী কি সত্যেই মুভি বানাবেন? নাকি বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার মতো বালিশের তলে পড়ে থাকবে? উনি একবার ঘোষনা করে ছিলেন অমিতাভ
বচ্চন এবং তার ছেলে অভিষেক মুভিতে অভিনয় করবেন। কিন্তু তারা অস্বীকার করেছে!
উপসংহারে কি বলা যায়?
উনি (আব্দুল গাফ্ফার) কি সত্য কথা বলেন?
Click This Link
৫ এপ্রিল ২০০৯ রবিবার
৮ রবিউস সানি ১৪৩০
২২ চৈত্র ১৪১৫
বছর ০৩ সংখ্যা ২৯৪
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৭