somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাউস নষ্ট হলে কি বোর্ড এবং কি বোর্ড নষ্ট হলে মাউস দিয়েই সব কাজ করার কৌশল!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটার ও ইন্টারনেটের ছোটখাটো সমস্যা প্রায়ই ভোগায় আমাদের। এতে অনেকে ঘাবড়ে যান। কেউ আবার ছোটেন সারাইখানায়। ছোটখাটো এসব সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।
মাউস নষ্ট হলে
জরুরি একটি 'পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন' আজ জমা দিতেই হবে। কম্পিউটারে বসতেই দেখা গেল, মাউসটি কাজ করছে না! ঠিকও করা যাচ্ছে না। এখন কী উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন। এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন। এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে। 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে। আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে। ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে। কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড যদি কাজ না করে
যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের Start থেকে All Programs-এ গিয়ে Accessories > Accessibility >
on screen keyboard-এ ক্লিক করুন। দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে। এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

পেনড্রাইভ বন্ধ-চালুর খেলা
পেনড্রাইভের মাধ্যমেই সাধারণত কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ হয়। এ সমস্যা থেকে বাঁচতে কম্পিউটারে পেনড্রাইভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে। প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে সুবিধাটি রয়েছে। পেনড্রাইভ Disable করতে প্রথমে Start থেকে run -এ গিয়ে regedit লিখে এন্টার চাপলে Registry Editor উইন্ডো খুলবে। এখান থেকে HKEY ^ LOCAL ^ MACHINE SYSTEM - > CurrentControlSet - > services - > USBSUOR এ যান। Start ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে দিন। তাহলে আপনার পিসিতে আর কোনো পেনড্রাইভ কাজ করবে না। আবারও পেনড্রাইভ Enable করতে Start-এ ভ্যালু 3 করুন। আবার কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করা যাবে।

জিমেইল হ্যাক হলে
জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া এখন নৈমিত্তিক ঘটনা। এ অবস্থায় লগ-ইন করতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। Can�t access your account? বাটনে ক্লিক করে বিকল্প ই-মেইল পাসওয়ার্ড রিসেট করেও অনেক সময় কাজ হয় না। কারণ হ্যাকার অনেক সময় বিকল্প মেইল ঠিকানা, নিরাপত্তা প্রশ্ন, ফোন নম্বরও পরিবর্তন করে ফেলে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার একমাত্র উপায় হলো গুগলের সাপোর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করা। এ জন্য https://services.google. com/inquiry /gmail ^ security 1--এ গিয়ে Did this work?-এর নিচে No নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে অপেক্ষা করতে হবে। তথ্যগুলো গুগল নিরীক্ষা করে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে নিশ্চিত হলে ই-মেইল অ্যাড্রেস ফেরত দেবে। এ ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে।

সমস্যা যখন ড্রাইভারে
অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে কম্পিউটারে অনেক সময় ড্রাইভারের সমস্যা হয়। ড্রাইভারের আপগ্রেড সংস্করণও অনেক সময় পাওয়া যায় না। এ ক্ষেত্রে 'ড্রাইভার ডক্টর' সফটওয়্যার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। http://www.devicedoctor. com/device-doctor-download.php থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর Device Doctor-এর Open & Scan বাটনে ক্লিক করতে হবে। এটা স্বয়ংক্রিয়ভাবে সব ড্রাইভার স্ক্যান করে একটি তালিকা তৈরি করবে এবং প্রয়োজনীয় আপডেট ফাইলগুলো ডাউনলোড করবে। একেকটি ড্রাইভার আপডেট করার পর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। এভাবে ড্রাইভার সমস্যা দূর করা যাবে।

স্টার্টআপ এবং শাটডাউন শব্দের ম্যাজিক
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটার স্টার্টআপ এবং শাটডাউন হওয়ার সময় একটি নির্দিষ্ট শব্দ হয়। সেটিংস পরিবর্তন করে এ শব্দ পরিবর্তন করা সম্ভব। তবে স্টার্টআপ বা কম্পিউটার শাটডাউনে যে শব্দ ব্যবহার করতে চান, তা .WAV ফরম্যাটের অডিও ফাইল হতে হবে। অন্য কোনো অডিও ফাইল ফরম্যাটে থাকলে এটা কনভার্টার ব্যবহার করে .WAV ফরম্যাটে রূপান্তর করে নেওয়া যাবে। ফাইল রূপান্তর শেষে পছন্দের .WAV ফাইল দুটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ করতে হবে। এরপর c ড্রাইভে গিয়ে windows ফোল্ডার খুলে media ফাইলে গিয়ে অডিও ফাইল Windows XP Startup ও Windows XP Shutdown রিপ্লেস করতে হবে। এবার কম্পিউটার স্টার্টআপ এবং শাটডাউনের সময় ব্যবহারকারীর ইচ্ছামতো শব্দ বা গান বাজবে।

ভার্চুয়াল মেমোরি পরিষ্কার
কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহারের সময় অনেকগুলো পেইজ ফাইল (Page File) তৈরি হয়। এগুলো কম্পিউটারে জমা হয়ে র‌্যামের গতি কমিয়ে দেয়। গতি কমে যায় কম্পিউটারেরও। চাইলে কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ গিয়ে Administrative Tools- > Local Security Policy- > Security Settings- > Local Policies- > Security Options-এ যান। ডান পাশের Shutdown:Clear virtual memory page file এ ডাবল ক্লিক করুন এবং Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start থেকে run-এ গিয়ে Tree লিখে Enter চাপলেও Ram-এর গতি কিছুটা বাড়বে। কাজটি কিছুদিন পর পর করলে কম্পিউটারের গতি ঠিক থাকবে।

খোলা যাচ্ছে না পিডিএফ ফাইল?
ডকুমেন্ট পড়ার জন্য অন্য ফাইলের তুলনায় পিডিএফ সহজ হলেও পাসওয়ার্ড সমস্যার কারণে মাঝেমধ্যে ঝামেলা দেখা দেয়। পাসওয়ার্ড না জেনেও পিডিএফ ফাইলটি পড়ার সুযোগ করে দিতে পারে 'পিডিএফ আনলকার' সফটওয়্যারটি। http://bit.ly/ pdfunlocker থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার পাসওয়ার্ড দেওয়া পিডিএফ ফাইলটি ড্র্যাগ করে ডেস্কটপে পিডিএফ আনলকার সফটওয়্যারের আইকনের ওপর এনে ছেড়ে দিন। এতে ডেস্কটপে আরেকটি নতুন পিডিএফ ফাইল তৈরি হবে। এবার তা অনায়াসেই পড়া এবং সম্পাদনা করা যাবে।

ছবি থেকে টেক্সট!
এখন ছবি থেকে টেঙ্টে রূপান্তরের প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় বাঁচানো সম্ভব। এ জন্য প্রথমে http://www.free-ocr.com সাইটে যেতে হবে। এবার যে ছবিকে টেক্সটে দেখতে চান, সেটি সাইটেরUpload image for OCR এর মাধ্যমে নির্বাচন করতে হবে। ছবির টেক্সটি কোন ভাষায় রয়েছে, তা নির্বাচন করে Send File-এ ক্লিক করলে ছবিটিতে থাকা সব লেখা টেক্সট রূপান্তরিত হবে। এ বক্স থেকে লেখা কপি এবং সম্পাদনাও করা যাবে।

দেখা যায় না হিডেন ড্রাউভ?
উইন্ডোজ সেভেনে সিডি/ডিভিডি এবং খালি ড্রাইভগুলো সাধারণত হাইড করা থাকে। ড্রাইভগুলো দেখতে হলে প্রথমে Folder-এ গিয়ে View তে ক্লিক করুন। এখান থেকে Hide empty drives in the Computer folder-এ টিক চিহ্ন দিয়ে ok করুন। এরপর থেকে উইন্ডোজ সেভেনে হিডেন ড্রাইভ দেখা যাবে।

'এরর' দেখালে
উইন্ডোজ এঙ্পি ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে স্ক্রিনে Send an Error Report to Microsoft লেখাটি দেখায়। কয়েক ক্লিকেই বিরক্তিকর এই মেসেজ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য My Computer থেকে রাইট ক্লিক করে Properties খুলুন। এবার Advanced Tab-এ ক্লিক করে Active করে নিন। এরপর Error Reporting বাটনে ক্লিক করুন। নতুন একটি Window আসবে। Disable Error Reporting নির্বাচন করে ok করুন। আবার ok করুন। বিরক্তিকর এই এরর রিপোর্টিং বন্ধ হয়ে যাবে।
আরো মজার টিউন দেখতে ক্লিকান
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

লিখেছেন আহা রুবন, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

×