বেঁচে আছি এই তো খবর
এর চাইতে বড় কোন খবর নাই
দেশটা যেন আস্ত কবর
আরশোলারা যেন মাসতুতো ভাই।
দরজায় সদা কান পেতে রই
এই বুঝি এলো কোন পাখি
বার্তা নিয়ে বলবে কই
সদা ভয় সদা উৎকন্ঠায় থাকি।
চারিদিকে বিভীষিকা চারিদিকে ধ্বংসযজ্ঞ
দেশটা যেন আজ দোযখখানা
আমরা সব কেবুব আর বুঝি অজ্ঞ
থাক সব চোখ বুজে কিছু কইতে মানা।
দেশে আজ নেই যেন নিঃস্বার্থ নেতা
আছে শুধু পঙ্গপাল
আছে নিত্যনতুন ক্যাচাল প্রণেতা
শুধু করে ঘোলা জল।
দেশ আজ ফলের মত ভাগ করে খায়
পাঁচ বছরান্তে পালাবদল
পাঁচ বছর করে হায়হায়
খেল ওরা সব খেল তারা পেলোনা ভাগফল।
সব রসুনের কোয়া এক গোড়া
জেনে গেছি এই তো বেশ
ছাড় এবার অযথা জ্বালা পোড়া
পারলে গড় সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১২ সকাল ১০:৩৪