মনের নগ'রে আছে শুধু জানজট,
খুঁজে পায়না সে কোনো ক্লিয়ার পথ !
যে পথে হাতবে কিংবা গন্তব্যে পৌঁছাবে,
তাইতো মন অস্থির,হয়ত একটা সময় দিক ছেঁড়ে অন্য পথে ছুঁটবে।
আজ মানবিক বিপর্যয়,
কেউ কি রাখে সে খবর ?
সবাই যার যার ইয়াত্তা,
সবাই যেন হেসে খেলে দিচ্ছে,দুর্নীতিকেই পাত্তা ।
আজকের নিশিযাপন এক চিত্র,
যে শত্রু সে হলো মিত্র,
আহারে ভূবন ভুলা,
আগে ছিল গাছ ,
এখন কাপড়ই তুলা ।
আজ কি এমন হলো ?
কেনই বা আবোল তাবোল ভাবছি ?
কেনই বা ভুল পথে হেটে বেরাছি ?
কেনই বা চোখের জল শুধু শুধু ফেলছি !
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০