
যতটা যায় বাসা ভালো
তার চেয়েও বেশি তোমায় বেসেছি !
কিন্তু আমি ভালোবাসা পাবার বদলে,
শুধুই অবহেলা ছলনা পেয়েছি ।
যেখানে সুখ পাবার দেয়ার কথা ছিল,
সেখানে শুধু দুঃখ পেয়েছি ।
ছঁন্দমাখা এক মুঠো হাসি দেখার আশায়,
কতইনা যন্ত্রণা সয়েছি!
আর নিজেকে নিজে একা একিত্ব নয়ন জলে ভাসিয়েছি।
কথা ছিল,প্রাণ ভরে হবে হাসাহাসি,
দুজনেই থাকবো চিরকাল সুখী !
হাসার...
বাকিটুকু পড়ুন