কি যে হলো আজ ?
চলে গেল সময় বৃথা !
দেখিতে দেখিতে সময় শেষের তরে,
শত শত দিন পূর্বে করা যত কাজ,
সামনে এসে উপস্থিত আজ ।
হস্তের দোষ গুণ করা ভুল,
যেন ক্ষণিকে জেগে ওঠা,পাপিষ্ঠ ফুল !
মুখের কথা,
আজ যেন কানে এসে দিচ্ছে ব্যাথা ।
চোখের দেখা,
আহা! কি নির্বোধ ছিলাম,
ছিল কত স্বজন !
আজ যে আমি বড় একা ।
কত কত প্রলোভনের মোহে পরে,
করেছি নিজের সাথে পতরণা !
জমানো ছিল যত লোভলালসা,
আজ সবই সামনে দাঁড়ানো,
নেই লুকনোর কিছুই হারহামেছা।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩