যতটা যায় বাসা ভালো
তার চেয়েও বেশি তোমায় বেসেছি !
কিন্তু আমি ভালোবাসা পাবার বদলে,
শুধুই অবহেলা ছলনা পেয়েছি ।
যেখানে সুখ পাবার দেয়ার কথা ছিল,
সেখানে শুধু দুঃখ পেয়েছি ।
ছঁন্দমাখা এক মুঠো হাসি দেখার আশায়,
কতইনা যন্ত্রণা সয়েছি!
আর নিজেকে নিজে একা একিত্ব নয়ন জলে ভাসিয়েছি।
কথা ছিল,প্রাণ ভরে হবে হাসাহাসি,
দুজনেই থাকবো চিরকাল সুখী !
হাসার বদলে শুধু কেঁদেছি ।
নিজেকে নিজেই মেরেফেলেছি।
তাইতো তোমার দেয়া দুঃখ গুলোকে
হাসি মুখে সুখ বলে মেনে নিয়েছি ।
যতটা পারা যায় দুঃখ আরো আমা দেও
তবে ঈশ্বরের কাছে করো প্রাথনা !
যাতে আমি পারি করিতে সে দুঃখ সহন,
করার মত ক্ষমতা আমায় দেন যেন তিনি,
আমি যেন সারাটি জীবন,
বইতে পারি সে দুঃখ নামের বোঝা বহন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮